Logo

অপরাধ

প্রধান উপদেষ্টার সহকর্মী পরিচয়ে পুলিশের কাছে চাঁদা দাবি, অতঃপর শ্রীঘরে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৫:৫৯

প্রধান উপদেষ্টার সহকর্মী পরিচয়ে পুলিশের কাছে চাঁদা দাবি, অতঃপর শ্রীঘরে

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সহকর্মী পরিচয় দিয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে পেশাদার এক প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার প্রতারকের নাম কামাল খান ওরফে শাহ কামাল খান (৪৬)। 

শনিবার ডেমরা বিভাগের ট্রাফিক পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গ্রেপ্তার কামাল খান নিজেকে কখনো প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, কখনো সাংবাদিক আবার কখনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি পরিচয় দিয়ে পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন মানুষের সাথে অভিনব উপায়ে প্রতারণা ও চাঁদাবাজি করছিলেন।

ডেমরা থানা পুলিশ জানায়, দায়িত্বপালনকালে ডিএমপি ডেমরা ট্রাফিক বিভাগের পরিদর্শক (শহর ও যান) জি এম মুসা কালিমুল্লাহকে ফোন করে প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তি পরিচয় দিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন কামাল। টাকা না দিলে আইজিপিস কমপ্লেইন সেল, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার দপ্তরে তার বিরুদ্ধে অভিযোগ করে হয়রানিসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন তিনি। 

পরে পুলিশের ওই কর্মকর্তা তার সহকর্মীদের সঙ্গে আলাপ করে জানতে পারেন ওই  ব্যক্তি অন্যান্য পুলিশ সদস্যদের কাছেও একই পরিচয়ে বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছে। পরবর্তীতে শনিবার দুপুরে ডেমরা ট্রাফিক জোন পুলিশের সহায়তায় প্রতারক কামালকে কৌশলে ডেমরার মাতুয়াইল ইউলুপ এলাকায় নিয়ে আসা হয় এবং গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ পরিদর্শক জি এম মুসা কালিমুল্লাহ বাদী হয়ে প্রতারক কামালের বিরুদ্ধে ডেমরা থানায় প্রতারণা ও চাঁদাবাজির মামলা করেন। 

ডেমরা থানা পুলিশের বরাত দিয়ে ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বলেন, কামাল পেশাদার প্রতারক। তিনি নিজেকে প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, বিভিন্ন স্বনামধন্য পত্রিকার সাংবাদিক ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব পরিচয় দিয়ে পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন মানুষের সাথে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাদে স্বীকারও করেছে।

এমএনএন/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর