Logo

অপরাধ

রাজধানীতে ছিনতাইয়ের কবলে ইতালির নাগরিক, গ্রেপ্তার ২

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৮

রাজধানীতে ছিনতাইয়ের কবলে ইতালির নাগরিক, গ্রেপ্তার ২

হযরত শাহজালাল বিমানবন্দর থেকে হোটেলে না নিয়ে ইতালিয়ান নাগরিকের সঙ্গে থাকা মালামাল ছিনতাই করেন ভাড়ায় চালিত এক মোটরসাইকেলের চালক। এ ঘটনায় রোববার (২ ফেব্রুয়ারি) খোরশেদ আলম (২৮) ও শাহিন মিয়া (২২) নামের দুইজনকে ছিনতাই হওয়া মালামালসহ ঘটনার ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে পুলিশ। 

রোববার তাদের গ্রেপ্তার করা হলেও বাংলাদেশের খবরকে সোমবার (৩ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র মহাম্মদ তালেবুর রহমান। 

তিনি জানান, রোববার ভোরে ইতালি থেকে বাংলাদেশে আসেন ইতালিয়ান নাগরিক তানিয়া মোহাম্মদ শেখ নূর। বিমানবন্দরের সামনে মোটরসাইকেল ভাড়া নিয়ে উত্তরা পশ্চিম থানার প্রবাসী হোটেলে যাওয়ার পথে চালক ওই নাগরিককে হোটেলে না নিয়ে তুরাগ থানার ১৫নং সেক্টরের ১নং মেট্রোরেল স্টেশন ব্রিজের পাশে নিয়ে যায়। সেখানে চালকের এক সহযোগির সহায়তায় ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক তার সাথে থাকা ইতালিয়ান পাসপোর্ট, একটি আইফোন ১৩, একটি আইফোনের চার্জার, একটি ম্যাকবুক চার্জার, ইতালিয়ান পরিচয়পত্র, ব্যাংক কার্ড,  সুগন্ধি, ইতালিয়ান বই, নগদ ৫০ ইউরো ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ওই নাগরিকের অভিযোগের প্রেক্ষিতে তুরাগ থানায় মামলা হয়।

ডিএমপির মুখপাত্র জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চালক খোরশেদ আলমকে শনাক্ত করা হয়। পরে পাকুরিয়া হাসুর বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে একই এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে সহযোগী শাহিন মিয়াকেও গ্রেপ্তার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তারা মোটরসাইকেলচালকের বেশ ধারণ করে নির্জন জায়গায় নিয়ে ভয়-ভীতি দেখিয়ে যাত্রীদের টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই করতেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • এনএমএম/ওএফ
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর