বিএসইসিতে দুদকের অভিযান
আইপিও অনুমোদনে অনিয়মের অভিযোগ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ২০:২১
-67c4697258d4a.jpg)
দুর্নীতি ও অনিয়মের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২ মার্চ) এই অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, বিএসইসি থেকে আইপিও অনুমোদনের ক্ষেত্রে কোম্পানির আবেদন, প্রসপেক্টাস, নিরীক্ষা রিপোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস পর্যালোচনা করা হয়। তদন্তে দেখা যায়, কিছু কোম্পানি ভুয়া আয় ও সম্পদের বিবরণী এবং উইন্ডো ড্রেসিংয়ের মাধ্যমে তৈরি করা ব্যালেন্স শিটের ভিত্তিতে আইপিও অনুমোদন পেয়েছে। অনেক ক্ষেত্রে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সুপারিশ এবং পর্যবেক্ষণ উপেক্ষা করা হয়েছে, যা ব্যাপক অনিয়মের প্রমাণ দেয়।
দুদকের টিম আরও দেখতে পায় যে, কিছু কোম্পানি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে শেয়ার বাজারে বেশি দামে প্রবেশ করে অল্প সময়ের মধ্যে শেয়ার বিক্রি করে শেয়ারের মূল্য দ্রুত কমিয়ে ফেলে। এ বিষয়ে কমিশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি বলেও অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া দুর্বল কোম্পানিগুলোকে অবৈধভাবে অনুমোদন দেওয়ায় তারা শিগগিরই ক্যাপিটাল মার্কেটে ঢুকে লো পারফর্মিং কোম্পানি হিসেবে জেড ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছে।
দুদকের টিম আরও জানায়, চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের তৈরি করা উইন্ডো ড্রেসড ব্যালেন্স শিট এবং ইস্যু ম্যানেজারদের তৈরি করা ওভারভ্যালুড কোম্পানি প্রোফাইলের ভিত্তিতে অনিয়মের মাধ্যমে আইপিও অনুমোদন দেওয়া হয়েছে। এই অনিয়মের বিষয়ে কমিশনের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
এনএমএস/এমএইচএস