Logo

অর্থনীতি

ইইউ’তে পোশাক আমদানিতে আয় ৫ শতাংশ বেড়েছে

Icon

জেষ্ঠ্য প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১৪:৪১

ইইউ’তে পোশাক আমদানিতে আয় ৫ শতাংশ বেড়েছে

ছবি : সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে পোশাক আমদানির সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, ২০২৪ সালের জানুয়ারি-ডিসেম্বর সময়কালে বাংলাদেশ থেকে পোশাক আমদানির পরিমাণ এবং মূল্য উভয়ই বেড়েছে। এসময় পোশাক রপ্তানিতে আয় হয়েছে প্রায় ৫ শতাংশ।  

মঙ্গলবার (৪ মার্চ) ইইউরোস্ট্যাট ও বিজিএমইএ বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। 

জানা গেছে, ২০২৪ সালের জানুয়ারি-ডিসেম্বর সময়ের মধ্যে মূল্য ও পরিমাণের দিক থেকে বাংলাদেশের পোশাকের ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। ইইউতে পোশাক রপ্তানি থেকে বাংলাদেশ ১৯.৭৭ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে, যা ২০২৩ সালের তুলনায় ৪.৮৬ শতাংশ বেশি। এ সময় বাংলাদেশ থেকে আমদানিকৃত পোশাকের পরিমাণ ১২৩০.৫১ মিলিয়ন কেজিতে উন্নীত হয়েছে, যা ১০.১৮ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।

চীন এখনো ইইউতে পোশাক সরবরাহে শীর্ষস্থান ধরে রেখেছে, তবে বাংলাদেশের তুলনায় চীনের প্রবৃদ্ধি কিছুটা বেশি (১২.০৫%)। কম্বোডিয়া ২০.৭৩% প্রবৃদ্ধি অর্জন করে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। এছাড়া পাকিস্তান ও ভিয়েতনাম যথাক্রমে ১৮.০৭ শতাংশ  এবং ১৫.৮৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। অন্যদিকে, তুরস্কের রপ্তানি ৬.৬৪  শতাংশ কমেছে।

যদিও রপ্তানির পরিমাণ ও মোট আয় বৃদ্ধি পেয়েছে, বাংলাদেশের পোশাকের গড় একক মূল্য (ইউনিট প্রাইস) ১৬.০৭ ডলারে নেমে এসেছে, যা ২০২৩ সালের তুলনায় ৪.৮৪  শতাংশ কম। বিশ্বের গড় পোশাক মূল্য ৬.৮৩  শতাংশ কমেছে, যা বাজারের প্রতিযোগিতামূলক পরিস্থিতির প্রতিফলন।

এএইচএস/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর