Logo

অর্থনীতি

মাসুদুর রহমানের মৃত্যুতে ডিসিসিআই’র শোক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৬:০০

মাসুদুর রহমানের মৃত্যুতে ডিসিসিআই’র শোক

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সাবেক সহসভাপতি এবং কানাডা-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ক্যানচ্যাম বাংলাদেশ)-এর সভাপতি মাসুদুর রহমানের (৬৮) ইন্তেকাল হয়েছে ( ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (৫ মার্চ) রাজধানী ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি।

তার মৃত্যুতে ডিসিসিআই’র সভাপতি তাসকীন আহমেদ এবং পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।

মাসুদুর রহমান ১৯৯১, ১৯৯২ এবং ১৯৯৮ সালে ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ক্রেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে কানাডা-বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় এবং সম্প্রসারিত হয়েছে।

মরহুমের জানাজার নামাজ শেষে মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

এএইচএস/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর