Logo

অর্থনীতি

বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আন্দোলন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৯:০১

বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আন্দোলন

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে আন্দোলনে নেমেছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (৫ মার্চ) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে অফিস চত্বরে বিক্ষোভ করেন তারা। এ সময় আন্দোলনকারীরা দীর্ঘ চার ঘণ্টা চেয়ারম্যান ও অন্যান্য কমিশনারদের অবরুদ্ধ করে রাখেন।

এদিন সকাল ১১টার পর থেকে আন্দোলনকারীরা বিএসইসি ভবনের প্রবেশদ্বার বন্ধ করে দেন। এতে কেউ ভেতরে প্রবেশ করতে পারেননি, এমনকি ভেতর থেকে কাউকে বের হতেও দেওয়া হয়নি।

দুপুর ২টার দিকে সেনাবাহিনীর একটি দল এবং পুলিশের সদস্যরা বিএসইসি ভবনে প্রবেশ করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় বিকেল সাড়ে ৩টার দিকে চেয়ারম্যান ও অন্যান্য কমিশনাররা ভবন ত্যাগ করেন। এ সময় আন্দোলনকারীরা পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন।

এর আগে, মঙ্গলবার বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এক আদেশে নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত জানান। এর প্রতিবাদেই কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নামেন।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, তারা শিগগিরই গণমাধ্যমের সামনে পুরো পরিস্থিতি ব্যাখ্যা করবেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিএসইসি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এএইচএস/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর