Logo

অর্থনীতি

ঈদ উপলক্ষে নতুন টাকা বিতরণ স্থগিত

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৭:০৫

ঈদ উপলক্ষে নতুন টাকা বিতরণ স্থগিত

আসন্ন ঈদ উপলক্ষে জনসাধারণের মাঝে ফ্রেশ নোট বা নতুন টাকা বিতরণ কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত ব্যাংকগুলোকে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাংলাদেশের খবরকে জানান, এবছর ঈদ উপলক্ষে নতুন টাকার নোট বিতরণ করা হবে না। এই সিদ্ধান্তই চূড়ান্ত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে জনসাধারণের মাঝে ফ্রেশ নোট বিনিময় কার্যক্রম বন্ধ থাকবে।

ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে যে, তাদের শাখায় যেসব ফ্রেশ নোট গচ্ছিত রয়েছে, সেগুলি বিনিময় না করে সংশ্লিষ্ট শাখায় সংরক্ষণ করা এবং পুনঃপ্রচলনযোগ্য নোট দ্বারা সকল নগদ লেনদেন কার্যক্রম সম্পাদন করতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এএইচএস/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর