বীমা খাতে দুর্নীতি সহ্য করা হবে না : বিআইএ সভাপতি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৫:৫১

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) সভাপতি সাঈদ আহমদ বলেছেন, বীমা খাতে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। নিজে দুনীতি করব না, অন্যকে দুনীতি করতে দেবো না।’
বীমা খাতে চলমান অসম প্রতিযোগিতা বন্ধ করতে সরকারের নীতি-নির্ধারকদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন বলেও জানান তিনি।
মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিএমজেএফ সভাপতি গোলাম সামদানি ভূইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু আলী সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সাঈদ আহমদ বলেন, ‘দেশের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তবে বীমা খাত সেই তুলনায় অগ্রগতি করতে পারেনি। দেশের ৮০টি বীমা কোম্পানির সংখ্যা বীমা খাতের আকারের তুলনায় যথেষ্ট নয়। এই খাতের সমন্বয়ের জন্য নিয়ন্ত্রক সংস্থার আরও কাজ করা প্রয়োজন।’
তিনি উল্লেখ করেন, বাংলাদেশে বীমার অবদান জিডিপিতে মাত্র ০.৫ শতাংশ, যা আন্তর্জাতিক মানের তুলনায় অনেক কম। প্রতিবেশী দেশগুলোতে যেমন ভারতের বীমা খাত জিডিপির ৪ শতাংশ, শ্রীলঙ্কায় ১.২ শতাংশ এবং পাকিস্তানে ০.৮ শতাংশ।
বীমা খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে সাঈদ আহমদ বলেন, ‘কভিড-১৯ পরবর্তী বিশ্ব পরিস্থিতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ডলারের মূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, দেশের অর্থনৈতিক অস্থিরতা এবং বৈদেশিক মুদ্রার নেতিবাচক রিজার্ভের কারণে বীমা খাতের উন্নতি সম্ভব হয়নি। তবে বাংলাদেশে বীমা খাতের উন্নতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে।’
সাঈদ আহমদ আরও বলেন, ‘বীমা খাতের উন্নয়নে সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার যদি বাধ্যতামূলকভাবে বীমার নীতি প্রণয়ন করে, তবে এই খাতের বিকাশ ঘটবে এবং জিডিপিতে এর অবদান বাড়বে।’
তিনি বীমা খাতে সেবামূলক কাজের নাম ব্যবহার করে বাণিজ্য করার বিষয়টি কঠোরভাবে প্রত্যাখ্যান করে বলেন, ‘সেবার নামে বাণিজ্য হতে দেওয়া যাবে না। জনগণের টাকা তছরুপ করার চেষ্টা করবে- এমন কোনো কাজ বিআইএ বরদাস্ত করবে না।’
- এএইচএস/এমজে