রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনায় ৬ সদস্যের কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৭:২৪

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনার জন্য আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে ৬ সদস্যের একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এই কমিটি রিজার্ভ চুরির পেছনের কারণ, দায়ী ব্যক্তিদের শনাক্তকরণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সুপারিশ প্রদান করবে।
বুধবার (১২ মার্চ) ছয় সদস্যের এই কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিটিতে তিন মাসের মধ্যে সুপারিশ দিতে বলা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন
- ড. আসিফ নজরুল- আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা (কমিটির প্রধান)
- মো. হুমায়ুন কবির- অর্থ উপদেষ্টা
- মেজর জেনারেল (অব.) আবদুল মতিন- প্রতিরক্ষা উপদেষ্টা
- ড. ফাহমিদা খাতুন- অর্থনীতিবিদ ও গবেষক
- মো. আসাদুজ্জামান মিয়া- সাবেক পুলিশ কমিশনার
- ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন।
২০২৪ সালের আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে পূর্ববর্তী সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এই সরকারের সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, যার মধ্যে রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনাও অন্তর্ভুক্ত। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এর আগে সংসদ সচিবালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বও পালন করেছেন।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর লকার থেকে বিপুল পরিমাণ স্বর্ণ, বিদেশি মুদ্রা ও অর্থ উদ্ধার করা হয়েছে। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ বিষয়ে মন্তব্য করেছেন যে, এস কে সুর চৌধুরী রক্ষক না হয়ে ভক্ষকের ভূমিকা পালন করেছেন।
এএইচএস/এমএইচএস