
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৭:৩১
-67d176c88d1bb.jpg)
পাকিস্তানের যাত্রীবাহী জাফার এক্সপ্রেস ট্রেন অপহরণের রোমহর্ষক ভিডিও প্রকাশ করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। ১ মিনিট ১৩ সেকেন্ডের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফার এক্সপ্রেস ট্রেনে পাক সেনা, আইএসআই সদস্যসহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা ছিলেন। সকাল ৯টায় কোয়েটা ছাড়ার পর দুপুর নাগাদ পাহাড়ি এলাকায় পৌঁছালে ট্রেনের সামনে প্রবল বিস্ফোরণ ঘটে। এতে ট্রেন থেমে যায়। মুহূর্তেই বিদ্রোহীরা ট্রেনের দখল নেয়।
ভিডিওতে দেখা যায়, যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে একটি নির্দিষ্ট স্থানে জড়ো করা হয়। সশস্ত্র বিদ্রোহীরা ট্রেনের সামনে অবস্থান নেয়, পাহাড়ের চূড়া থেকেও বিদ্রোহীরা পুরো ঘটনা পর্যবেক্ষণ করছিল। বিদ্রোহীদের অনেকে বিস্ফোরক বোঝাই জ্যাকেট পরে ট্রেনে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
বিদ্রোহীদের দখলমুক্ত করতে পাক সেনা পাল্টা অভিযান শুরু করে। বিদ্রোহীদের দাবি, এই সংঘর্ষে ৩০ জনের বেশি পাক সেনা নিহত হয়েছে। প্রায় ৮ ঘণ্টার লড়াইয়ের পর সেনাবাহিনী পিছু হটেছে।
বেলুচ লিবারেশন আর্মি ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে জানিয়েছে, ‘ট্রেন এখন আমাদের নিয়ন্ত্রণে। ২১৪ জন যাত্রী পণবন্দি। যদি পাকিস্তান সরকার আমাদের বন্দি সদস্যদের মুক্তি না দেয়, তাহলে সব যাত্রীকে হত্যা করা হবে এবং ট্রেন ধ্বংস করা হবে।’ সূত্র : সংবাদ প্রতিদিন
- এমজে