Logo

অর্থনীতি

জীবন বিমার মরণোত্তর দাবির চেক হস্তান্তর

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ২০:০৬

জীবন বিমার মরণোত্তর দাবির চেক হস্তান্তর

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লি.-এর সিলেট প্রধান কার্যালয়ে প্রাক্তন ব্যবস্থাপক মো. শামসুল আলম তৌফিকুর রব চৌধুরীর গোষ্ঠী বিমার মরণোত্তর দাবি বাবদ ১৯ লাখ টাকার একটি চেক হস্তান্তর করা হয়।

জীবন বীমা কর্পোরেশনের সিলেট রিজিওনাল অফিসের ডেপুটি জেনারেল (ডিজিএম) ম্যানেজার শেখ খায়েরুজজামান বুধবার (১২ মার্চ) সিলেট গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আতিকুর রহমানের নিকট আনুষ্ঠানিকভাবে চেকটি হস্তান্তর করেন।

অনুষ্ঠানে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লি.-এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ সারোয়ার জাহান মাহমুদ, জেনারেল ম্যানেজার (অর্থ) সুনীল কুমার বৈষ্ণব, জেনারেল ম্যানেজার (কন্সট্রাকশন) ইঞ্জিনিয়ার নিজাম উদ্দিন, কর্পোরেশনের ম্যানেজার  মো. জাকির হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এএইসএস/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর