সিএমএসএমই অর্থায়ন সংক্রান্ত নতুন মাস্টার সার্কুলার জারি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৪:৪৩

ক্ষুদ্র, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের অর্থায়নকে আরও অন্তর্ভুক্তিমূলক ও যুগোপযোগী করতে বাংলাদেশ ব্যাংক নতুন সিএমএসএমই অর্থায়ন সংক্রান্ত মাস্টার সার্কুলার জারি করেছে। পাঁচ বছরের জন্য কার্যকরী এ সার্কুলারে অর্থায়নের নীতিমালা, ঋণের পরিমাণ, নারী ও প্রান্তিক উদ্যোক্তাদের অন্তর্ভুক্তি, ক্লাস্টার অর্থায়ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনদের মতামতের ভিত্তিতে নতুন সার্কুলার প্রস্তুত করেছে। এ প্রসঙ্গে এসএমই বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা বলেন, ‘সিএমএসএমই খাতের অর্থায়ন সম্প্রসারণের জন্য নতুন নীতিমালা কার্যকর ভূমিকা রাখবে। এটি কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।’
নতুন মাস্টার সার্কুলারে উল্লেখযোগ্য পরিবর্তনসমূহ হলো
- অপ্রাতিষ্ঠানিক/প্রান্তিক উদ্যোক্তা নামে নতুন শ্রেণি যুক্ত করা হয়েছে, যাতে UBID/DBID থাকা ডিজিটাল ব্যবসায়ীরা অন্তর্ভুক্ত হবেন।
- নারী উদ্যোক্তা ও নারী উদ্যোগের সংজ্ঞা সম্প্রসারণ করা হয়েছে। এখন নারী মালিকানাধীন ব্যবসার পাশাপাশি নারী পরিচালিত উদ্যোগও এ তালিকায় অন্তর্ভুক্ত।
- নতুন উদ্যোক্তা হিসেবে ঋণ গ্রহণের প্রথম ৪ বছর পর্যন্ত তারা এই ক্যাটাগরিতে থাকবেন।
- ক্লাস্টার অর্থায়ন নীতিমালা আপডেট করা হয়েছে, যেখানে ৫ কিলোমিটারের মধ্যে ৩০ বা তার বেশি সিএমএসএমই প্রতিষ্ঠান থাকলে সেটি ক্লাস্টার হিসেবে বিবেচিত হবে। এসএমই ফাউন্ডেশনের চিহ্নিত ১৭৭টি ক্লাস্টারের তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঋণসীমা বৃদ্ধি
- অপ্রাতিষ্ঠানিক/প্রান্তিক উদ্যোক্তা : সর্বোচ্চ ৫ লাখ টাকা
- কুটির শিল্প : সর্বোচ্চ ২০ লাখ টাকা
- মাইক্রো উদ্যোগ : সর্বোচ্চ ২ কোটি টাকা
- ক্ষুদ্র উদ্যোগ : সর্বোচ্চ ২৫ কোটি টাকা
- মাঝারি উদ্যোগ : সর্বোচ্চ ১০০ কোটি টাকা
- নারী উদ্যোক্তা অর্থায়ন লক্ষ্যমাত্রা ১৫ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে।
- ঋণ অনুমোদন প্রক্রিয়া দ্রুততর করা হয়েছে– ১০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত (বিশেষ ক্ষেত্রে ৩০ কার্যদিবস) জানাতে হবে এবং প্রত্যাখ্যাত আবেদন সংরক্ষণ করতে হবে।
- ৫ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা চালু রাখা হয়েছে।
- সিএমএসএমই মেয়াদি ঋণের সর্বোচ্চ সময়সীমা ৭ বছর এবং ৬-১২ মাসের গ্রেস পিরিয়ড সুবিধা দেওয়া হয়েছে।
- ১০ লাখ টাকা পর্যন্ত সিএমএসএমই ঋণের সিআইবি চার্জ মওকুফ করা হয়েছে।
- নতুন নারী উদ্যোক্তাদের অর্থায়নে নমনীয় শর্ত এবং ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণের পুনঃঅর্থায়ন সীমা ৫০ লক্ষ টাকা করা হয়েছে।
- আন্তর্জাতিক এমএসএমইন (২৭ জুন) উদযাপন বাধ্যতামূলক করা হয়েছে।
- এছাড়া, E-Commerce/F-Commerce ব্যবসার জন্য নতুন আর্থিক পণ্য, ডিজিটাল লেনদেনের প্রসার, কিইউআর কোড ও Chatbot চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।
- বিশেষ চাহিদাসম্পন্ন ও তৃতীয় লিঙ্গের উদ্যোক্তাদের জন্য সহায়ক জামানতবিহীন ঋণ প্রদান এবং দ্রুত অর্থায়নের নির্দেশনাও অন্তর্ভুক্ত রয়েছে।
সিএমএসএমই খাতের এই নতুন নীতিমালা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
এএইচএস/এমএইচএস