Logo

অর্থনীতি

এনবিআর ও ডিসিসিআই’র প্রাক-বাজেট আলোচনা মঙ্গলবার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৭:৩১

এনবিআর ও ডিসিসিআই’র প্রাক-বাজেট আলোচনা মঙ্গলবার

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর মধ্যে ২০২৫-২৬ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা মঙ্গলবার (১৮ মার্চ) অনুষ্ঠিত হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সভাটি সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের সম্মেলন কক্ষে আয়োজন করা হবে। সোমবার (১৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ডিসিসিআই-এর বাজেট প্রস্তাবনা এনবিআর-এর কাছে উপস্থাপন করবেন। এই আলোচনায় দেশের ব্যবসায়িক খাতের বিভিন্ন কর নীতি ও অর্থনৈতিক বিষয়ে মতবিনিময় করা হবে।

অনুষ্ঠানটি গণমাধ্যমে ধারণ ও প্রচারের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রতিনিধি প্রেরণের অনুরোধ জানানো হয়েছে।

এএইচএস/এইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

এনবিআর ডিসিসিআই বাজেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর