Logo

অর্থনীতি

প্রাক বাজেটে আলোচনায় ডিসিসিআইয়ের ৪২টি প্রস্তাব

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১৪:৪৬

প্রাক বাজেটে আলোচনায় ডিসিসিআইয়ের ৪২টি প্রস্তাব

ডিসিআইএর সঙ্গে প্রাক বাজেট আলোচনা। ছবি : বাংলাদেশের খবর

আগামী বাজেটে করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকায় উন্নীত করা ব্যক্তি খাতের সর্বোচ্চ কর ২৫ শতাংশে নামিয়ে আনা এবং একক ভ্যাট হার চালুসহ ৪২টি প্রস্তাব দিয়েছে চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ- ডিসিসিআই। 

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে প্রাক বাজেট আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ডের কাছে এসব প্রস্তাব তুলে ধরেন সংগঠনটির সংগঠনটির সভাপতি তাসকিন আহমেদ।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, কোম্পানির কর কমিয়ে ব্যক্তির কর আরও বেশি হওয়া উচিত।  ভারতেও বাংলাদেশের চেয়ে বেশি। যা উন্নত দেশে ৫০-৫৫ শতাংশ। এটাকে কমানো ঠিক হবে না।  নইলে বৈষম্য কমবে না। তবে  আমাদেরও উন্নত দেশের মতো সেবা নিশ্চিত করতে হবে। তাহলে মানুষ হাতে কম টাকা রাখবে। 

ব্যবসায়ীদের তীব্র প্রতিরোধে ভ্যাটের একক হার হয়নি। তারাই এখন ভুগছে। সবাই একমত হলে, হার কিছুটা কমিয়ে হলেও একক হারে যাওয়া উচিত। এ বিষয়ে এফবিসিসিআইয়ের প্রস্তাব আসা দরকার। 

আগামী বাজেটে সার্বিকভাবে আমদানি শুল্ক কমবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, আমরা এলডিসি উত্তরণে যাচ্ছি। চাইলে ইচ্ছামতো আমদানি শুল্ক আরোপ করা যাবে না।

মঙ্গলবার এনবিআর ভবনে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। বাজেট আলোচনায় ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজসহ কৃষি খাত ভিত্তিক বিভিন্ন অ্যাসোসিয়েশন অংশ নেয়।

এনবিআর চেয়ারম্যান বলেন, কোনো পণ্যের উপর আমদানি শুল্ক আরোপ জাতীয় স্বার্থে করা হয়। আমদানি শুল্ক থেকে সরকারের রাজস্ব আহরণের কোন লক্ষ্য থাকে না। মূলত দেশীয় শিল্পকে সুরক্ষায় আমদানি শুল্ক আরোপ করা হয়।

আগামী বাজেটে ট্যাক্স প্রদান পদ্ধতি সহজ করা হবে জানান এনবিআর চেয়ারম্যান। আয়কর দিতে গিয়ে করদাতারা যেসব হয়রানির শিকার হন তা বন্ধ করা হবে। কিন্তু আয়কর কমানোর সুপারিশ খুব একটা বিবেচনায় নেওয়া হবে না।

তিনি বলেন, আয়কর কমালে ব্যবসা করবেন না হলে করবেন না, এটা ব্যবসায়িক কৌশল হতে পারে না। ব্যবসায় আয় হবে সেটা দেখেই ব্যবসা করবেন। আপনি ব্যবসায় আয় করলেই তবে আয়কর দিবেন।

অডিটের নামে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করা হবে বলে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, যারা নিয়মিত আয়কর রিটার্ন জমা দেয় তাদের আমরা স্বস্তি দিতে চাই। যারা রিটার্ন জমা দেয়নি তাদেরকে আমরা ধরবো এবং তাদের পেছনে দৌড়াচ্ছি।

এএইচএস/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাজেট ডিসিসিআই প্রস্তাব

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর