এসএমইদের অর্থায়ন ও বিনিয়োগ প্রাপ্তিতে সহায়তা দেবে আইএফআরএস

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১৬:১৭

এসএমই উদ্যোক্তাদের অর্থায়ন, দক্ষতা উন্নয়ন, আর্থিক প্রতিবেদন তৈরিতে ভুল-ভ্রান্তি হ্রাস এবং স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ প্রাপ্তিতে আইএফআরএস সহায়ক ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ।
শনিবার (২২ মার্চ) ডিসিসিআই অডিটোরিয়ামে এসএমইদের জন্য আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল রিপোটিং স্ট্যান্ডার্ড’ (আইএফআরএস) শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে ফাইনান্সিয়াল রিপোটিং কাউন্সিল (এফআরসি)-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবু ইউছুফ এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আমির উদ্দিন যথাক্রমে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, আমাদের জিডিপিতে এসএমইদের অবদান ২৫ শতাংশ-এর বেশি এবং আইএফআরএসে এসএমইখাতের উদ্যোক্তাদের অন্তর্ভূক্তি তাদেরকে প্রাতিষ্ঠানিক কাঠামো প্রদান করবে, যার মাধ্যমে এ খাতের উদ্যোক্তাদের আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনয়নের পাশাপাশি এসএমইদের অর্থনীতির আনুষ্ঠানিক খাতের সাথে সম্পৃক্তকরণে সহায়তা করবে।
ডিসিসিআই সভাপতি আরও বলেন, আইএফআরএস’র মাধ্যমে এসএমই উদ্যোক্তাদের কমপ্লায়েন্স বাড়বে, সেই সাথে এ খাতের উদ্যোক্তাদের অধিকহারে করজালের আওতায় নিয়ে আসার মাধ্যমে কর আহরণের হার বৃদ্ধি করবে। সর্বোপরি আইএফআরএস বাস্তবায়নে এসএমই উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে আরও অধিকহারে প্রশিক্ষণ প্রদানের ওপর জোরারোপ করেন তাসকীন আহমেদ।
এএইচএস/এটিআর