Logo

অর্থনীতি

পোশাক রপ্তানি বাড়াতে একত্রে কাজ করবে বিজিবিএ-বিজিএমইএ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১৪:৫৬

পোশাক রপ্তানি বাড়াতে একত্রে কাজ করবে বিজিবিএ-বিজিএমইএ

দেশের পোশাক রপ্তানি বৃদ্ধি করার লক্ষ্যে একত্রে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ) ও বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। বিজিবিএ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তারা এই প্রতিশ্রুতি জানান।  

রাজধানীর উত্তরা ক্লাবে শনিবার (২২ মার্চ) অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিজিবিএর সদস্য এবং বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

বক্তারা জানান, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে পৌঁছানোর লক্ষ্য অর্জন করতে হলে বিজিএমইএ এবং বিজিবিএর মধ্যে সহযোগিতা বাড়াতে হবে। বিজিএমইএ, বিজিবিএ এবং বিকিএমইএ একসাথে কাজ করলে তা দেশের স্বার্থে এবং ব্যবসায়ীদের স্বার্থে অধিক ফলপ্রসূ হবে।  

ইফতার মাহফিলে বক্তৃতা করেন চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদের প্যানেল লিডার আবুল কালাম, জেএফকে সোয়েটারের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি নেতা কফিল উদ্দিন, টর্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন, এ জি আই গ্রুপের চেয়ারম্যান ও চিত্রনায়ক অনন্ত জলিল, বিজিএমইএ সভাপতি মোফাজ্জল হোসেন পাভেল এবং বিজিএমইএ ভাইস প্রেসিডেন্ট এ কে এম সাইফুর রহমান ফরহাদ।  

চৈতি গ্রুপের আবুল কালাম বলেন, ‘বিজিএমইএ এবং বিজিবিএর সম্পর্ক যেন অটুট থাকে, কারণ এই দুটি সংগঠন একে অপরের পরিপূরক। দেশের ও ব্যবসায়ীদের স্বার্থে এক হয়ে কাজ করা জরুরি।’  

জেএফকে সোয়েটারের কফিল উদ্দিন বলেন, ‘আগে বায়িং হাউসের কারণে ম্যানুফ্যাকচারাররা ক্ষতিগ্রস্ত হত, কিন্তু এখন বিজিবিএ সক্রিয় হওয়ার পর আমরা বায়িং হাউসের সাথে আস্থা তৈরি করতে পেরেছি। এই আস্থা ধরে রাখতে হবে।’ 

চিত্রনায়ক অনন্ত জলিল বলেন, ‘গার্মেন্ট সেক্টরে যে আন্দোলন চলছে, তা কতটা যৌক্তিক সেটা আমাদের বিবেচনা করতে হবে। কিছু লোকের জন্য বড় কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’

বিজিএমইএ সভাপতি মোফাজ্জল হোসেন পাভেল বলেন, ‘টেকসই বাণিজ্যের জন্য বিজিবিএ এবং বিজিএমইএর মধ্যে যে গ্যাপ আছে তা দূর করতে হবে। ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার পোশাক রফতানির লক্ষ্যমাত্রা পূরণের জন্য একযোগে কাজ করতে হবে।’  

বিজিএমইএ ভাইস প্রেসিডেন্ট এ কে এম সাইফুর রহমান ফরহাদ বলেন, ‘বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে। পোশাক রফতানি খাতে লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থান পাচ্ছে, তাই সবার কথা মাথায় রেখে সঠিক পরিবেশ নিশ্চিত করা জরুরি।’  

অনুষ্ঠানে বিজিবিএর কার স্টিকার উন্মোচন করা হয়। এই স্টিকার ব্যবহার করে বায়িং হাউস ব্যবসায়ীরা বিমানবন্দর ও সরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় বিশেষ সুবিধা পাবেন। 

ডিআর/এমএইচএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর