Logo

অর্থনীতি

সূচক পতনের পরও লেনদেন ৪০০ কোটি ছাড়াল

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৭:১৩

সূচক পতনের পরও লেনদেন ৪০০ কোটি ছাড়াল

রোজার ঈদের টানা ৯ দিনের ছুটি শেষে রোববার (৬ এপ্রিল) থেকে ফের লেনদেন শুরু হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে। 

রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ডিএসইর প্রধান সূচক ১৩ পয়েন্ট কমেছে। এসময় ডিএসইর বেশির ভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।  

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, এদিন ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ৯৬ পয়েন্ট কমে ৫ হাজার ২০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। 

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’  শূন্য দশমিক ২৮ পয়েন্ট কমে ১ হাজার ১৬৭ আর ‘ডিএস-৩০’ সূচক ১৪ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৯ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৪১৫ কোটি ৫০ লাখ ৪৭ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ২৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারদর।  

এর আগে, গত ২৭ মার্চ (বৃহস্পতিবার) ব্যাংক-বিমার সর্বশেষ কার্যদিবসে লেনদেন হয়। এরপর পবিত্র ঈদুল ফিতর, বিশেষ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে শনিবার পর্যন্ত ৯ দিন টানা বন্ধ ছিল শেয়ারবাজার।

এএইচএস/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর