যুক্তরাষ্ট্রের বিকল্প বাজার খুঁজতে বললেন রেহমান সোবহান

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৬:৪৭

যুক্তরাষ্ট্রের বিকল্প বাজার খুঁজতে বলেছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর বনানীতে মার্কিন শুল্ক সংক্রান্ত এক আলোচনায় সভায় তিনি এ কথা বলেন।
পলিসি রির্সার্স ইনস্টিটিউট–পিআরআই আয়োজিত এ আলোচনা সভায় রেহমান সোবহান বলেন, ‘ট্রাম্প প্রশাসনের অন্যায্য শুল্ক আরোপের কারণে রপ্তানি বাণিজ্যে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বিকল্প বাজার খুঁজতে হবে। এশিয়ার দেশ বিশেষ করে উদীয়মান পূর্ব এশিয়ার দেশগুলো বাংলাদেশের পণ্যের ভালো বিকল্প বাজার হতে পারে।’
তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প বাণিজ্যের বিষয়টিকে এখন অস্ত্রে রূপান্তরিত করেছে। এ ধরনের শুল্কারোপ অন্যায্য এবং বিশ্ববাণিজ্য সংস্থা–ডব্লিউটিওর নীতির প্রতি অবহেলা। তবে শেষ পর্যন্ত এ শুল্ককাঠামো টেকসই হবে না। খোদ যুক্তরাষ্ট্রই এ পদক্ষেপ থেকে কোনো সুফল পাবে না।’
ডিআর/এমজে