‘আগামী ২০ বছরেও বাংলাদেশ থেকে মহাকাশে যেতে পারবে না’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৮:৩২
-67f517668a42d.jpg)
আগামী ২০ বছরেও বাংলাদেশ থেকে মহাকাশে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে রাজধানীতে বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২৫ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘নাসার স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) এর মাধ্যমে পরিচালিত আর্টেমিস কর্মসূচির পরীক্ষামূলক নভোচারীবিহীন উড়ানে বাংলাদেশ যুক্ত হয়েছে ৫৪তম দেশ হিসেবে। এটি নিঃসন্দেহে আমাদের জন্য একটি গর্বের বিষয়। যদিও এর প্রত্যক্ষ সুফল পেতে ২০-৩০ বছর সময় লাগবে, তবুও এই অংশগ্রহণ ভবিষ্যতে মহাকাশ গবেষণায় আমাদের দেশের অবস্থানকে শক্তিশালী করবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য আগামী ২০ বছরের মধ্যে বাংলাদেশি নাগরিকদের মহাকাশ ভ্রমণে সক্ষম করা।’
একই সম্মেলনে প্রকাশিত বিশ্ব ব্যাংক গ্রুপের এক প্রতিবেদনে বলা হয়, চারটি খাতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ উল্লেখযোগ্য বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে পারে এবং লক্ষাধিক নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হবে।
প্রতিবেদন অনুযায়ী, এসব খাত হলো-তৈরি পোশাক শিল্প, মধ্যম আয়ের পরিবারের জন্য আবাসন, রং ও রঞ্জকজাত পদার্থ, এবং ডিজিটাল আর্থিক পরিষেবা।
প্রতিবেদনে আরও বলা হয়, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ-পরবর্তী প্রতিযোগিতায় টিকে থাকতে এবং অর্থনীতিকে আরও মজবুত করতে সরকারের স্বল্পমেয়াদি ও বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া জরুরি।
বিশেষজ্ঞরা মনে করছেন, নাসার সঙ্গে অংশীদারিত্ব যেমন ভবিষ্যৎ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির জন্য সহায়ক হবে, তেমনি চিহ্নিত খাতে সুনির্দিষ্ট উদ্যোগ অর্থনীতির প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।
এএইচএস/এমআই