Logo

অর্থনীতি

ইসলামী ব্যাংকিং নীতি বিভাগ চালু করলো বাংলাদেশ ব্যাংক

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০৮:০৫

ইসলামী ব্যাংকিং নীতি বিভাগ চালু করলো বাংলাদেশ ব্যাংক

দেশে ইসলামী ব্যাংকিং কার্যক্রমে অধিকতর গতিশীল করতে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি স্বতন্ত্র ইসলামী ব্যাংকিং রেগুলেশন্স এন্ড পলিসি বিভাগ গঠন করা হয়েছে। দেশের ইসলামী ব্যাংকগুলোর কার্যক্রম সুচারুরূপে পালনের জন্য এ বিভাগ চালু করা হয়। 

যদিও ইসলামী ব্যাংকিং ও অর্থায়ন বিষয়গুলো দেখভাল করার জন্য শরীয়াহ ভিত্তিক কেন্দ্রীয় বিভাগ গঠনের দাবি করে আসছিলেন সংশ্লিষ্টরা। কিন্তু সেটি গঠন করা সম্ভব না হলেও মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে একটি বিভাগ চালু করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বিভাগ। এতে স্বাক্ষর করেন বিভাগটির পরিচালক গৌতম কুমার ঘোষ।

প্রজ্ঞাপনে বলা হয় যে, নতুন বিভাগ গঠনের মধ্য দিয়ে শরিয়া ব্যাংকিং সংক্রান্ত যাবতীয় কার্যক্রম ইসলামী ব্যাংকিং রেগুলেশন্স এন্ড পলিসি ডিপার্টমেন্টের মাধ্যম সম্পন্ন করতে হবে। এছাড়া একই প্রজ্ঞাপনে ব্যাংক পরিদর্শন বিভাগ-৯, পরিদর্শন পরিপালন বিভাগ, মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগ চালু করা হয়েছে।

 এখন থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগসমূহের আওতাধীন ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিসমূহের প্রধান কার্যালয় ও তাদের শাখাসমূহের পরিদর্শন পরবর্তী পরিপালন সংক্রান্ত কার্যক্রম ‘পরিদর্শন পরিপালন বিভাগ’ এর মাধ্যমে সম্পন্ন হবে। আর মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ ও মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ এ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে বাংলাদেশ ব্যাংকের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠু ও কার্যকরভাবে ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগ’-এর মাধ্যমে সম্পাদিত হবে।

এএইচএস/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর