
ধারাবাহিক পতনের মধ্য দিয়ে যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৬ এপ্রিল) পোনে ৩টা পর্যন্ত সবগুলো সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে বেশিভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।
দিনশেষে প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১০৫ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ৭.২১ পয়েন্ট কমে হয়েছে ১ হাজার ১৪৮ পয়েন্ট এবং ডিএসই শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৫.২৮ পয়েন্ট কমে নেমেছে ১ হাজার ৮১৮ পয়েন্টে।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ ৩৯৬ কোটি ৪২ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১২০ কমেছে ২১২ টি, আর অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির শেয়ার দর।
এর আগে, গতকাল লেনদেন দেন হয়েছিল ৪৪৬ কোটি ১২ লাখ ৮৬ হাজার টাকা। অর্থাৎ গতকাল থেকে আজ লেনদেন কমেছে ৪৯ কোটি ৭০ হাজার টাকা।
- এএইচএস/এটিআর