Logo
Logo

অর্থনীতি

বাংলাদেশকে আরও ১০ কোটি ডলার ঋণ অনুমোদন এডিবির

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১৯:১১

বাংলাদেশকে আরও ১০ কোটি ডলার ঋণ অনুমোদন এডিবির

ছবি : সংগৃহীত

বাংলাদেশে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে সহায়তার জন্য অতিরিক্ত ১০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

সোমবার (৯ ডিসেম্বর) বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং বলেন, এই প্রকল্প বাংলাদেশকে বেসরকারি খাতে অর্থায়ন ত্বরান্বিত করা, অবকাঠামো উন্নয়ন ঘাটতি মেটাতে সরকারি অর্থায়নের ওপর চাপ কমানোসহ আরও কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম করবে।

তিনি বলেন, এই ঋণ বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) আর্থিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করবে, যাতে পিপিপি বাস্তবায়নের মাধ্যমে টেকসই বেসরকারি বিনিয়োগ সহায়ক পরিবেশ গড়ে তোলা যায়।

সংস্থাটি বলেছে, অর্থনৈতিক পালাবদল এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ একটি রূপান্তরমূলক পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং প্রাথমিকভাবে সরকারিভাবে পরিচালিত দেশের অবকাঠামোগত উন্নয়নে সীমিত সম্পদ এবং বাস্তবায়নের সীমাবদ্ধতার কারণে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।

এডিবির এই ঋণের লক্ষ্য বিআইএফএফএলকে দীর্ঘমেয়াদি অর্থায়নের মাধ্যমে এই ঘাটতি পূরণ করা। একই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে এমন গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পগুলোর সমাপ্তি সহজতর করবে।

স্ট্রেনদেনিং দ্য বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড প্রকল্প-অতিরিক্ত অর্থায়ন বেসরকারি খাতে অর্থায়নে বিআইএফএফএল-এর সক্ষমতা জোরদার করবে এবং আন্তর্জাতিক পৃষ্ঠপোষক ও সরাসরি বৈদেশিক বিনিয়োগকারীদের আনা নতুন প্রযুক্তির সুবিধা দেবে।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর