বকেয়া ঋণ সত্ত্বেও বিশেষ সুবিধা পাচ্ছে বেক্সিমকো
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০৬
ছবি : সংগৃহীত
জনতা ব্যাংকের ঋণখেলাপি এবং একক গ্রাহকের ঋণসীমা অতিক্রম করা প্রতিষ্ঠানগুলোকে নতুন করে ঋণ দিতে নিষিদ্ধ হলেও, সরকারি সংশ্লিষ্টতা ও বাংলাদেশ ব্যাংকের অব্যাহতির মাধ্যমে বেক্সিমকো গ্রুপকে নতুন করে ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক গত সপ্তাহে বেক্সিমকো গ্রুপকে নতুন করে ঋণ দিতে জনতা ব্যাংককে একটি চিঠি পাঠিয়েছে।
এর আগে গত ২০ নভেম্বর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের আওতাধীন শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, জনতা ব্যাংক বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের আগামী তিন মাসের বেতন প্রদানে সহায়তা করবে।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, শ্রমিকদের সহায়তা করার জন্য সরকার ও বাংলাদেশ ব্যাংকের পরামর্শক্রমে এ উদ্যোগ নেয়া হয়েছে, যাতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা না দেয়।
এছাড়া, ব্যাংক কোম্পানি আইনের দুটি ধারা লঙ্ঘন করে ঋণ প্রদানের ক্ষেত্রেও জনতা ব্যাংক বরাবর বেক্সিমকো গ্রুপের জন্য ঋণপ্রদান করতে এরই মধ্যে ২৩ হাজার ৩২৮ কোটি টাকার ঋণ খেলাপি হয়ে গেছে। এছাড়া, ব্যাংকটির ঋণ পরিসংখ্যান অনুযায়ী, খেলাপি ঋণের হার ৬১.৩৯ শতাংশ এবং ব্যাংকটির বর্তমান মূলধন ঘাটতি ৩৩ হাজার ৯২১ কোটি টাকারও অধিক। সেক্ষেত্রে জনতা ব্যাংক অতীতের মতো ভালো অবস্থানে ফিরতে চাইলে যথাযথ ব্যবস্থাপনা ও ঋণ অনিয়ম প্রতিরোধের ওপর জোর দিতে হবে।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক, মজিবর রহমান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বেক্সিমকোর ঋণ এখনও বিতরণ করা হয়নি এবং তারা করণীয় বিষয়ে সরকার ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার সাথে চলছে। তবে তাদের তারল্য সংকট মোকাবেলার জন্য সহায়তা পাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।
এমআই