রমজানে ভোজ্যতেলের দাম সহনীয় রাখতে শুল্ক অব্যাহতি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ২১:০৪
আসন্ন রমজানে বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক ও দাম সহনীয় রাখতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভোজ্যতেলের ওপর শুল্ক ও ভ্যাট অব্যাহতি দিয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) এনবিআরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, পরিশোধিত এবং অপরিশোধিত সানফ্লাওয়ার, ক্যানোলা, সয়াবিন ও পাম ওয়েল আমদানিতে বিদ্যমান সকল আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি এবং অগ্রিম আয়কর আগামী ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত সম্পূর্ণভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে।
এছাড়া, এসব ভোজ্যতেলের বিক্রয়ের ওপর স্থানীয় পর্যায়ে প্রদেয় মূল্য সংযোজন করও উল্লিখিত সময়কাল পর্যন্ত সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে।
এসব পণ্যের আমদানি পর্যায়ে মূসক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে, ফলে এসব পণ্যের ওপর অন্য কোনো শুল্ক বা কর থাকবে না বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।
ডিআর/এমএইচএস