ভারত থেকে ২৫ হাজার টন চাল আসছে বৃহস্পতিবার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৩২
ভারত থেকে উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ২৪ হাজার ৬৯০ টন সেদ্ধ চাল কেনা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এই চাল দেশে আসার কথা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমদানি চুক্তি করা চালের প্রথম চালান এটি।
বুধবার (২৫ ডিসেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভারত থেকে আমদানি করা চাল নিয়ে এমভি তানাইজ ড্রিম নামের জাহাজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। এরপর চালের নমুনা সংগ্রহ করে ভৌতপরীক্ষা শেষে দ্রুত খালাস শুরু হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
ডিআর/এমজে