পুঁজিবাজারে আস্থা ফেরাতে উদ্যোগ নেওয়া হচ্ছে : অর্থ উপদেষ্টা
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
বাসস
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ২০:২১
![পুঁজিবাজারে আস্থা ফেরাতে উদ্যোগ নেওয়া হচ্ছে : অর্থ উপদেষ্টা](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/01/07/bangladesher-khabor-677d385edf1e5.jpg)
পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিযেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কার্যালয়ে অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।
তিনি বলেন, এখন শুধু সংস্কার কার্যক্রম চলছে। আমরা নতুন কোনো নীতিমালা তৈরি করছি না। আগে যেমন বিভিন্ন নীতিমালার মাধ্যমে সুবিধা দিয়ে বা কিছু শেয়ারের দাম বাড়ানো হতো আমরা সে পথে হাঁটব না।
সালেহউদ্দিন বলেন, ইতোমধ্যে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। তারল্যসহ বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। আমরা ব্রোকারেজ হাউস, দুটি স্টক এক্সচেঞ্জ এবং বাজারের স্টেকহোল্ডারদের সাথে তাদের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনায় বসেছি। বাজারের উন্নতি হবে বলে আমরা আত্মবিশ্বাসী।
বৈঠকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ওএফ