রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য যন্ত্রপাতি নিয়ে রাশিয়ান পতাকাবাহী জাহাজ এম ভি মেলিনা মোংলা বন্দরে পৌঁছেছে। শুক্রবার (১০ জানুয়ারি) জাহাজটি বন্দরের ৯ নম্বর জেটিতে অবস্থান করছে।
এতে রূপপুর পাওয়ার প্ল্যান্টের জেনারেল মেশিনারি রয়েছে, যা খালাস শেষে সড়কপথে পাবনার রূপপুরে পাঠানো হবে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান।
তিনি বলেন, শুরু থেকেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি মোংলা বন্দরের মাধ্যমে আমদানি করা হচ্ছে। এবারও বিপুল পরিমাণ জেনারেল মেশিনারি এসেছে। খালাস শেষে পণ্যগুলো সড়কপথে পাঠানো হবে।
মোংলা বন্দরের উপপরিচালক আরও বলেন, ২০২৫ সালের শুরু থেকে মোংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজের আগমন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বন্দরের বিভিন্ন পয়েন্টে ১৮টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। এসব জাহাজে কয়লা, জিপসাম, ড্যাপ, টিএসপি, এমওপি স্যার, ক্লিংকার, এলপিজি, কন্টেইনারে বিভিন্ন পণ্য ও পাথর রয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৬ মাসে মোংলা বন্দরে ৪১৩টি বাণিজ্যিক জাহাজ এসেছে। এ সময় ১০ হাজার ৩৮৬ টিইউএস কনটেইনার হ্যান্ডেলিং করা হয়। ১০টি জাহাজের মাধ্যমে ৫ হাজার ৬৩৭টি গাড়ি আমদানি করা হয়।
এ সময়ে বন্দরের মাধ্যমে ৫২ লাখ ৮৪ হাজার ৪৭১ মেট্রিক টন পণ্য আমদানি-রপ্তানি হয়। এর মাধ্যমে সরকার ২১০ কোটি টাকা রাজস্ব আয় করেছে, যা ২০২২-২৩ অর্থবছরের তুলনায় বেশি।
শেখ আবু তালেব/এমবি