Logo

অর্থনীতি

সঞ্চয়পত্র বিক্রি সাময়িক বন্ধ, চালু হবে বুধবার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৩:৪১

সঞ্চয়পত্র বিক্রির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছে সরকার। তবে আগামী বুধবার (১৭ জানুয়ারি) থেকে গ্রাহকেরা আবারও স্বাভাবিক সেবা পাবেন বলে জানিয়েছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর। অধিদপ্তরের অনলাইন সিস্টেমের আধুনিকায়নের কাজ চলমান থাকায় এ সাময়িক অসুবিধা সৃষ্টি হয়েছে।  

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম উন্নত করার জন্য সার্ভার বন্ধ রাখা হয়েছে। যদিও অর্থ পরিশোধ-সংক্রান্ত অন্যান্য সেবা অব্যাহত রয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) সার্ভার বন্ধ থাকার বিষয়ে একটি নোটিশ সঞ্চয় অধিদপ্তরের অফিস ও সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে ঝোলানো হয়েছে।  

অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার জানিয়েছেন, দু-এক দিনের মধ্যেই সার্ভারের উন্নয়ন কাজ শেষ হবে এবং গ্রাহকেরা পূর্ণাঙ্গ সেবা পেতে শুরু করবেন। 

তবে আগে থেকে কোনো ঘোষণা না দেওয়ায় সঞ্চয়পত্র বিক্রি বন্ধ থাকায় অনেক গ্রাহক ভোগান্তির শিকার হয়েছেন। সোমবার সঞ্চয়পত্র কিনতে গিয়ে ব্যাংক থেকে ফিরে আসা একাধিক গ্রাহক গণমাধ্যমকে জানান, সরকার যদি সার্ভার বন্ধের বিষয়টি পত্রিকা বা টেলিভিশনের মাধ্যমে আগে থেকে জানাত, তবে তারা প্রস্তুতি নিতে পারতেন। তাদের মতে, শুধু নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি ঝোলানোই যথেষ্ট নয়।

উল্লেখ্য, ২০১৯ সালের ১ জুলাই থেকে সঞ্চয়পত্রের অনলাইন কার্যক্রম চালু হয়। বর্তমানে অর্থ বিভাগের ‘স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, প্রোগ্রাম টু এনাবল সার্ভিস ডেলিভারি’ (এসপিএফএমএস) প্রকল্পের আওতায় এটি পরিচালিত হচ্ছে। 

ডিআর/এমএইচএস/এনআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর