Logo

অর্থনীতি

বাংলাদেশের রিজার্ভ ২৫.১৮ বিলিয়ন ডলার

Icon

অর্থনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৯:৪২

বাংলাদেশের রিজার্ভ ২৫.১৮ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২৫.১৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) অনুযায়ী, ১৫ জানুয়ারির সর্বশেষ পরিসংখ্যানে বাংলাদেশের রিজার্ভ দাঁড়িয়েছে ২১.২ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে।

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সাম্প্রতিক পতন ঘটেছে। যা ২০২৪ সালের নভেম্বরে ও ডিসেম্বরে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)-এর আমদানি বিল পরিশোধের কারণে হয়েছে। বাংলাদেশ ১.৬৭ বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধ করেছে। ফলে রিজার্ভ কমে ২০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর আগের রিজার্ভ ছিল ২১.৬৭ বিলিয়ন ডলার।

তবে রিজার্ভের বৃদ্ধির প্রধান কারণ হলো প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাসগুলিতে রেমিট্যান্স প্রবাহ রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ মার্কিন ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বরে ১৯৩ কোটি মার্কিন ডলার এবং ডিসেম্বর মাসে ২৬৩ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

এএস/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর