Logo

অর্থনীতি

মোবাইল কলরেট ও ব্রডব্যান্ড ইন্টারনেট

আরোপিত শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ২০:৫৪

আরোপিত শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত

গ্রাহক, মোবাইল অপারেটর ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিবাদের মুখে মোবাইল কলরেট ও ব্রডব্যান্ড ইন্টারনেটের ওপর আরোপিত বাড়তি শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

শুক্রবার (১৭ জানুয়ারি) এনবিআরের একটি সূত্র এ তথ্য জানায়। আগামী কয়েকদিনের মধ্যেই এ সংক্রান্ত নির্দেশনা জারি করবে সংস্থাটি।

এর আগে গত ৯ জানুয়ারি মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ এবং দি এক্সাইজ অ্যান্ড সল্ট (সংশোধন) অধ্যাদেশ জারির মাধ্যমে মোবাইল সেবার ওপর বাড়তি ৩ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করে ২৩ শতাংশ করা হয়। পাশাপাশি বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয় ব্রডব্যান্ড ইন্টারনেটের ওপর। এতেই দেশব্যাপী সমালোচনা শুরু হয়। নাগরিক জীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। 

এদিকে এনবিআরের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন গ্রাহক, মোবাইল অপারেটর ও ইন্টারনেট নিয়ে গঠিত সংগঠনগুলো। তারা বলছেন, আমরা শুরু থেকেই এ সিদ্ধান্তের বিরোধিতা করে প্রতিবাদ জানিয়েছি। গ্রাহকদের স্বার্থেই আমরা প্রতিবাদ জানিয়েছি। এনবিআরে গৃহীত সিদ্ধান্তে গ্রাহকরাই উপকৃত হবে।

এনবিআরের সিদ্ধান্তে সন্তুষ্ট মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রেও ভ্যাট আরও কমিয়ে এর দাম কমাতে হবে। শুধু দাম কমালেই চলবে না ইন্টারনেট সেবার গতি ও মান বাড়ানোর দাবিও জানান তিনি।

এনএমএম/এমবি/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর