Logo

অর্থনীতি

বাংলাদেশি ৩ পণ্যবাহী জাহাজ চার দিনেও ছাড়েনি আরকান আর্মি

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ২০:০৫

বাংলাদেশি ৩ পণ্যবাহী জাহাজ চার দিনেও ছাড়েনি আরকান আর্মি

ছবি : বাংলাদেশের খবর

মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে পণ্য নিয়ে কক্সবাজারের টেকনাফ বন্দরে আসার পথে তিনটি জাহাজ নাফ নদী থেকে আটক করে নিয়ে যায় দেশটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নাফ নদীর বাংলাদেশ ও মিয়ানমার জলসীমা নাইক্ষ্যংদিয়ায় তল্লাশির কথা বলে পণ্যবাহী তিনটি জাহাজ আটক করে আরাকান আর্মি। চার দিন পেরিয়ে গেলেও জাহাজগুলো ছাড়েনি তারা।

টেকনাফ স্থলবন্দর (সিঅ্যান্ডএফ) এজেন্ট সমিতির সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, তল্লাশির নামে আটক জাহাজগুলো ফেরত আনার জন্য আরকান আর্মির সাথে যোগাযোগ করা হয়েছে। বারবার যোগাযোগ করার পরও কোনো সাড়া পাচ্ছি না।

তিনি আরও বলেন, মিয়ানমারের ব্যবসায়ীদের সাথেও যোগাযোগ করছে আমাদের এজেন্ট। কিন্তু আশানুরূপ কোনো অগ্রগতি হচ্ছে না।

এদিকে, চারদিনেও জাহাজ ছেড়ে না দেওয়ায় আতঙ্কে রয়েছেন আমদানিকারকরা।

ব্যবসায়ী শওকত আলী বলেন, সরকারের উচ্চপর্যায় থেকে চেষ্টা করলে হয়তো জাহাজগুলো উদ্ধার করা সম্ভব হবে। আমরা এখন পর্যন্ত তেমন পদক্ষেপ নিতে দেখিনি।

জানা গেছে, জাহাজগুলোতে ৫০ হাজার বস্তা শুঁটকি, সুপারি, কফিসহ আনুমানিক ৪০ কোটি টাকার মালামাল রয়েছে। এসব পণ্যের আমদানিকারক শওকত আলী, ওমর ফারুক, মো. আয়াস, এম এ হাসেম ও মো. ওমর ওয়াহিদসহ কয়েকজন ব্যবসায়ী।

কক্সবাজারের বিজিবির পরিচালক লে. কর্নেল জসিম উদ্দিন জানান, পণ্য নিয়ে তিনটি কার্গো টেকনাফ স্থলবন্দরে আসার পথে মিয়ানমারের জলসীমা থেকে তল্লাশির নামে নিয়ে গেছে আরকান আর্মি। আমরা জাহাজগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে পণ্যবাহী জাহাজ আটকের খবরে আমরাও আতঙ্কিত। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি, দ্রুত একটা রেজাল্ট পাব।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর