ডিএসইতে ২ কর্মদিবসে ৪০০ কোটি টাকা করে লেনদেন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৯:২৩
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা দুই কর্মদিবসের শেষ দিনে লেনদেন ৪৯৯ কোটি ১৪ লাখ টাকার বেশি হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ জানুয়ারি) মূল্যসূচকের ঊর্ধ্বমুখী অবস্থায় লেনদেন শেষ হয়েছে।
বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬.৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২০২ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর সূচক ‘ডিএসইএস’ ১.৬ পয়েন্ট বেড়ে ১১৭২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২.১ পয়েন্ট বেড়ে ১৯২৫ পয়েন্টে অবস্থান করছে।
এ ছাড়া ডিএসইতে ৪৯৯ কোটি ১৪ লাখ ১৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪২৬ কোটি ৯২ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬৫ টি কোম্পানির, বিপরীতে ১৫৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
আজ ১৭ কোটি ৮৭ লাখ ৩৫ হাজার ৩৮২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- অরিয়ন ইনফিউশন, এডিএন টেলিকম, ফারইস্ট নিটিং, এশিয়াটিক ল্যাব, খান ব্রাদার্স পিপি,আফতাব অটোমোবাইলস, বেস্ট হোল্ডিংস, ডিএসএসএল, অরিয়ন ফার্মা ও তৌফিকা ফুড।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- বেস্ট হোল্ডিংস, ইফাদ অটোস, কপারটেক, সোনারগাঁ টেক্সটাইল, বিপিপিএল, প্রিমিয়ার সিমেন্ট, অরিয়ন ফার্মা, স্টাইল ক্র্যাফট, ওয়াটা কেমিক্যাল ও বিবিএস ক্যাবলস।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- এওএল, বিআইএফসি, এশিয়াটিক ল্যাব, ফাইন ফুডস, আফতাব অটোমোবাইল, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, মুন্নু ফেব্রিকস, নিউ লাইন ক্লথিং, মিডল্যান্ড ব্যাংক ও ঢাকা ডাইং।
এএস/বিএইচ/ওএফ