![ডিএসইতে মিশ্র প্রবণতায় চলছে লেনদেন](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/01/26/bangldesher_khabor-BD-6795c0dcb8a32.jpg)
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে মূল্যসূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে।
রোববার (২৭ জানুয়ারি ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১৬৭ পয়েন্টে। ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৬৭ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ শূন্য দশমিক ১১ পয়েন্ট বেড়ে ১১৬১ পয়েন্ট ও ‘ডিএস-৩০’ সূচক ৩ পয়েন্ট কমে ১৯০৯ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪৬ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে অর্থাৎ গত সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৫৬ কোটি ২৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩১৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৯ কোম্পানির, বিপরীতে ৮৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৮২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিল অপরিবর্তিত।
এএস/ওএফ