![ন্যাশনাল ব্যাংকের এমডির পদত্যাগ](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/01/26/]-67960b860a8e3.jpg)
ছবি : সংগৃহীত
খেলাপি ঋণে ডুবতে থাকা ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. তৌহিদুল আলম খান পদত্যাগ করেছেন।
রোববার (২৬ জানুয়ারি) তিনি ব্যাংকের চেয়ারম্যান বরাবর তার পদত্যাগ পত্রটি জমা দিয়েছেন।
জানা গেছে, ব্যাংকটির বর্তমান চেয়ারম্যানের সঙ্গে দূরত্বের কারণে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. তৌহিদুল আলম খান পদত্যাগ করেছেন।
ব্যাংকের একাধিক সূত্র জানায়, মেয়াদ শেষ হওয়ার ১৫ দিন আগে তিনি পদত্যাগ করেছেন। যা চলতি বোর্ড মিটিংয়ে গৃহিত হয়েছে।
অন্যদিকে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) আবদুল মতিনও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
তিনি ২০২৪ সালের ২৬ ডিসেম্বর এ পদে যোগদান করেছিলেন। পদত্যাগ পত্রে উল্লেখ কেরেন ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করলেন।
এ বিষয়ে সদ্য পদত্যাগ করা এমডি মো. তৌহিদুল আলম খান বাংলাদেশের খবরকে বলেন, আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি।
এএস/এমআই