খাদের কিনারে থাকা প্রতিষ্ঠান উদ্ধারে কেন্দ্রীয় ব্যাংকের কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৬:৪৫

ঋণ পরিশোধ করতে না পারা ও খেলাপি ঋণের কারণে খাদের কিনারায় থাকা প্রতিষ্ঠানকে উদ্ধারে বাংলাদেশ ব্যাংকের নতুন নীতি সহায়তা কমিটি গঠন করেছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র সাঈদা খানম সাক্ষরিত প্রজ্ঞাপনে তথ্য জানা যায়।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংক দেশের ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোর ব্যবসা ও আর্থিক ব্যবস্থার পুনর্গঠনের লক্ষ্যে একটি নীতি সহায়তা প্রদান সংক্রান্ত বিশেষ কমিটি গঠন করেছে।
বিভিন্ন নিয়ন্ত্রণ বহির্ভূত কারণ যেমন- করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা ও বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল বিপর্যয়ের ফলে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা চাপে পড়ে। এসব কারণে অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছে।
এ সমস্যা মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে, যা ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোর ব্যবসা পুনর্গঠনের জন্য নীতি সহায়তা প্রদান করবে। অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি ও ব্যাংক খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত এই কমিটি ৫০ কার্যদিবসের মধ্যে তাদের সুপারিশ প্রদান করবে।
ব্যাংক কর্তৃপক্ষ আশাবাদী যে, এই উদ্যোগ ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোর ঋণ পরিশোধে সহায়ক হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
- এএস/ওএফ