Logo

অর্থনীতি

বিনিয়োগকারীদের মহাসমাবেশের দিনে লাফিয়ে বাড়ছে শেয়ার দর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৪

বিনিয়োগকারীদের মহাসমাবেশের দিনে লাফিয়ে বাড়ছে শেয়ার দর

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের মহাসমাবেশের দিনে লাফিয়ে বাড়ছে শেয়ার দর। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর সাড়ে তিনঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৬ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৫২ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৬ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪১ আর ‘ডিএস-৩০’ সূচক ১দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১০ পয়েন্টে অবস্থান করছে। আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৯১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৫ টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩ কোম্পানির শেয়ারদর।

এএইচএস/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর