Logo

অর্থনীতি

২৪ ঘণ্টার মধ্যে বিএসইসি চেয়ারম্যান ও আবু আহমেদের পদত্যাগ দাবি

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪২

২৪ ঘণ্টার মধ্যে বিএসইসি চেয়ারম্যান ও আবু আহমেদের পদত্যাগ দাবি

পুজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও সিডিবিএল চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদের ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবি জানিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের (বিসিএমআইএ) প্রতিবাদ মহাসমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সোমবার দুপুর ২টায় ডিএসইর পুরোনো অফিসের এই সমাবেশ শুরু হয়। এই মহাসমাবেশে দেশের সকল বিনিয়োগকারীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

সমাবেশে এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লা, জামায়াতে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, শেয়ার বাজার বিশ্লেষক ফজলুল বারী ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সম্পাদক দিদারুল আলম ভূঁইয়াসহ প্রমুখ বক্তব্য রাখবেন।

এএইচএস/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর