Logo

অর্থনীতি

ইসলামী ব্যাংক এমডির অপসারণ ও গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩১

ইসলামী ব্যাংক এমডির অপসারণ ও গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনিরুল মওলারকে অপরাণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মতিঝিল কার্যালয়ে  ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম‘র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবুল কালাম আজাদ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মওলার অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। 

তিনি ২৯ জানুয়ারি তার ফেসবুক পোস্টে মনিরুল মওলাকে ‘বিশ্ববিখ্যাত দুর্নীতিবাজ, ইতিহাসের সেরা মিথ্যাবাদী, ফ্যাসিস্ট হাসিনার অর্থনৈতিক দোসর’ হিসেবে উল্লেখ করেন। এরপর আবুল কালাম আজাদকে প্রধান কার্যালয়ের এইচআর ওয়েলফেয়ার অ্যান্ড সার্ভিস ডিভিশন থেকে চক মোগলটুলি শাখায় বদলি করা হয়। তিনি অভিযোগ করেন, ব্যাংকের এমডি ও অন্যান্য অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে বারবার বদলি করা হচ্ছে। 

উল্লেখ্য, ইসলামী ব্যাংকের এমডি মুহাম্মদ মনিরুল মওলার বিরুদ্ধে ঋণ জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। মামলায় তার বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ব্যাংকের অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। এমডি মনিরুল মওলা বর্তমানে অফিসে অনুপস্থিত রয়েছেন। তার পদত্যাগের গুঞ্জন রয়েছে। 

ব্যাংকের অভ্যন্তরীণ বিষয়ে সামাজিক মাধ্যমে লেখালেখি করা সার্ভিস রুল লঙ্ঘন হতে পারে। আবুল কালাম আজাদ প্রশ্ন তুলেছেন, সার্ভিস রুলস যদি সবার জন্য হয়, তাহলে যারা এস আলমকে হাজার হাজার কোটি টাকা লুটপাটে সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না। 

এই পরিস্থিতিতে ব্যাংকের অভ্যন্তরীণ পরিবেশ উত্তপ্ত রয়েছে এবং কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এমডি মনিরুল মওলার পদত্যাগের গুঞ্জন এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলার কারণে ব্যাংকের অভ্যন্তরীণ পরিস্থিতি আরও জটিল হয়েছে।

এএইচএস/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর