ডিএসইতে ১০ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৭
ডিএসইতে ১০ কার্যদিবসের মধ্যে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সর্বোচ্চ লেনদেন হয়েছে। মঙ্গলবার দিনের শুরুতে ডিএসই’র প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০ দশমিক ০ পয়েন্ট পতন হলেও দিনের শেষ ভাগে বাজার ফের ইতিবাচক ধারায় ফিরেছে। এদিকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক কিছুটা বাড়লেও কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
ডিএসইর সূত্রমতে, আলোচ্য ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১ দশমিক ৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৪৭ পয়েন্টে। ডিএসইর শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৯ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯১০ পয়েন্টে।
ডিএসইতে এদিন ১৭ কোটি ১৭ লাখ ৩০ হাজার ১৫৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যার মূল্য মোট ৪৪৪ কোটি ৪১ লাখ টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮টি কোম্পানির শেয়ার দর।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, পূবালী ব্যাংক, জিপি, বীচ হ্যাচারি, জিপিএইচ ইস্পাত, রূপালি লাইফ ইন্সুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ট্রাস্ট ব্যাংক, খুলনা প্রিন্টিং ও সেন্ট্রাল ফার্মা।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, ইজিপিএল, জিপিএইচ ইস্পাত, কোহিনুর কেমিক্যাল, প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্স, মুন্নু সিরামিকস, কেডিএসএ লিমিটেড, মেঘনা লাইফ ইন্সুরেন্স, ইফাদ অটোস, প্রাইম ফাইন্যান্স ১ম মি. ফা. ও শার্প ইন্ডা.।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, আনলিমা ইয়ার্ণ, উসমানিয়া গ্লাস, জাহিন স্পিনিং, এইচআর টেক্স, হামি ইন্ডা., ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, পিএলএফএসএল, সাফকো স্পিনিং, ফ্যামিলি টেক্স ও সেলভো কেমিক্যাল।
গত ২১ জানুয়ারিতে থেকে ক্রমাগতভাবে সূচকের পতন অব্যাবহত থাকলেও ৩০ জানুয়ারি থেকে আবারও ইতিবাচক বাজার লক্ষ্য করা যাচ্ছে।
এএইচএস/এমজে