হাসিনাসহ ৩৭৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১৬ হাজার কোটি টাকা জব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৪

গত ছয় মাসে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাসহ ৩৭৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে থাকা প্রায় ১৬ হাজার কোটি টাকা জব্দ করেছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, অর্থ পাচারের অভিযোগে গত আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ৩৭৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ২ হাজারের বেশি ব্যাংক হিসাব জব্দ করেছে।
আর্থিক গোয়েন্দা সংস্থার সর্বশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জব্দ করা এসব ব্যাংক হিসাবে প্রায় ১৬ হাজার কোটি টাকা রয়েছে। এ সংক্রান্ত মামলার সংখ্যা ১১৫টি, যার মধ্যে ৯৫টির চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
এর আগে, ডিসেম্বর পর্যন্ত ৩৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে প্রায় ১৫ হাজার কোটি টাকা জব্দ করেছিল সংস্থাটি। সে সময় মামলার সংখ্যা ছিল ১১২টি।
এএইচএস/এমএইচএস