বেক্সিমকোর শ্রমিকদের পাওনা ৬০০ কোটি টাকা পরিশোধ করবে সরকার

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৪

বেক্সিমকোর লে-অফ কোম্পানিগুলোর শ্রমিকদের পাওনা পরিশোধ করবে সরকার। অর্থ মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিল ও শ্রম মন্ত্রণালয়ের তহবিল থেকে সুদমুক্ত ঋণের মাধ্যমে এই টাকা পরিশোধ করা হবে।
অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত শ্রমিকদের ২২৩ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। তবে আরও ৫৫০ থেকে ৬০০ কোটি টাকা প্রয়োজন হবে। এই অর্থও একই প্রক্রিয়ায় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
গত সপ্তাহে অনুষ্ঠিত উপদেষ্টা কমিটির বৈঠকে অর্থসচিব, শ্রমসচিব ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এই সিদ্ধান্ত নেন। আগামী ২৫ বা ২৬ ফেব্রুয়ারি এ বিষয়ে চূড়ান্ত বৈঠক হতে পারে।
প্রসঙ্গত, বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান মানি লন্ডারিং মামলায় কারাবন্দি। প্রতিষ্ঠানটির বিপরীতে ব্যাংকঋণ ২৮ হাজার ৬০৭ কোটি টাকা। তবে বন্ধক রাখা সম্পদের মূল্য মাত্র ৪ হাজার ৯৩২ কোটি টাকা। শ্রমিকদের পাওনা পরিশোধে সম্পদ বিক্রির আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। তবে এ উদাহরণ যেন ভবিষ্যতে অন্যরা অনুসরণ করতে না পারে, সে বিষয়েও নজর রাখা হবে।
এমএইচএস