বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা সামিটের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৯

পুঁজিবাজারের তালিকাভুক্ত দেশি জ্বালানি খাতের বড় প্রতিষ্ঠান সামিট পাওয়ার বিনিয়োগকারীদের জন্য নগদ ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। বিদায়ী বছরটিতে ব্যয় কমেছে, আয় বেড়েছে সামিটের। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সামিট পাওয়ারের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। একই সঙ্গে কোম্পানিটি তাদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ এপ্রিল সকাল সাড়ে ১১ ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ মার্চ (২০২৫)।
কোম্পানির প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত অর্থবছরে সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.১৩ টাকা, যা আগের বছরের ২.০৭ টাকার তুলনায় বেশি। এ ছাড়া, কোম্পানির শেয়ার প্রতি আয় বেড়েছে। সবশেষ তথ্যমতে, সমন্বিত নেট সম্পদ মূল্য (এনএভি) প্রতি শেয়ার দাঁড়িয়েছে ৪১.৪৪ টাকা, যা আগের বছরের একই সময় ছিলো ৩৮.০২ টাকা। তবে, সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো প্রতি শেয়ার কমে দাঁড়িয়েছে ৬.১৩ টাকা, যা আগের বছর ছিল ৭.০৪ টাকা।
- এএইচএস/এমজে