রোববার থেকে শুরু পূর্ব সিলেট মাদরাসা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪২

রোববার (১৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে উত্তর-পূর্ব সিলেটের কওমি মাদরাসাভিত্তিক বেসরকারি শিক্ষা বোর্ড ‘পূর্ব সিলেট আযাদ দ্বীনী আরবি মাদরাসা শিক্ষা বোর্ড’-এর ৭১তম কেন্দ্রীয় পরীক্ষা।
বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন বোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক শায়খুল হাদিস মাওলানা শামছুদ্দীন দুর্লভপুরি।
তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ! পূর্ব সিলেট আযাদ দ্বীনী আরবি মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ১৪৪৬ হিজরি (২০২৪-২৫) শিক্ষাবর্ষের কেন্দ্রীয় পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আমাদের বোর্ডের অন্তর্ভুক্ত মাদরাসাগুলোর শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেবে। আমরা আশা করি,পরীক্ষার পরিবেশ সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ থাকবে।’
এ বছর দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান), আলিয়া ৬ষ্ঠ বর্ষ (মিশকাত), আলিয়া ৪র্থ বর্ষ (মুখতাছার) এবং হিফজ তাকমিল পরীক্ষার্থীদের জন্য প্রধান কেন্দ্র নির্ধারণ করা হয়েছে জামিয়া ইসলামিয়া দারুল উলুম, কানাইঘাট, সিলেট।
এছাড়া আলিয়া ১ম বর্ষ (হেদায়াতুন্নাহু), সাফেলা ৩য় বর্ষ (সরফ) ও মক্তব ৪র্থ বর্ষের পরীক্ষার্থীদের জন্য ১০টি উপকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো, মাদরাসাতুল উলুম হরিপুর, দারুস সালাম লাফনাউট, ইমদাদুল উলুম লামনীগ্রাম, মুজাহিরুল উলুম গাছবাড়ী, মখজুনুল উলুম কলাবাড়ী, জামিয়া ইসলামিয়া তোয়াকুল, আনসারুল উলুম জয়নগর, তাজুল উলুম জাতুগ্রাম, দারুল হাদিস চতুল ইদগাহ ও দারুল উলুম কানাইঘাট।
এবার বোর্ডের অধীনে মোট ৩৫৭০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে দাওরায়ে হাদিসে ২০২ জন, আলিয়া ৬ষ্ঠ বর্ষে ১৮১ জন, আলিয়া ৪র্থ বর্ষে ১৭৩ জন, আলিয়া ১ম বর্ষে ২৯৯ জন, সাফেলা ৩য় বর্ষে ৪৪০ জন, মক্তব ৪র্থ বর্ষে ২০৫০ জন এবং হিফজ তাকমিলে ২২৫ জন পরীক্ষার্থী রয়েছেন।
এটিআর/