Logo

বিনোদন

রমজানে ইমরানের গান ‘দ্বীনের পথে রোজার সাথে’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৭:৪১

রমজানে ইমরানের গান ‘দ্বীনের পথে রোজার সাথে’

কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল এবার রমজান উপলক্ষে নতুন একটি ইসলামি গান নিয়ে এসেছেন। ‘দ্বীনের পথে রোজার সাথে’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন গীতিকার ও সাংবাদিক ফয়সাল রাব্বিকীন, আর সুর করেছেন আমিরুল মোমেনীন মানিক।  

গানটি ভিডিওসহ প্রকাশ পেয়েছে হামদর্দ টিভি, মানিক মিউজিকসহ বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলে। এর ভিডিও নির্মাণ করেছেন আলম মোরশেদ। প্লে-ব্যাক ও মিউজিক ভিডিওতে সমানভাবে ব্যস্ত থাকা ইমরান আগেও ইসলামিক গান গেয়েছেন, তবে এবারের গানটিকে তিনি বিশেষ কিছু বলে মনে করেন।  

গানটি নিয়ে ইমরান মাহমুদুল বলেন, এটি একেবারেই আলাদা ধরনের একটি কাজ। কথা ও সুর আমার দারুণ লেগেছে। আমি বিশ্বাস করি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।  

সুরকার আমিরুল মোমেনীন মানিক বলেন, রমজানের পবিত্রতায় একটি সুন্দর ইসলামি গান তৈরির চেষ্টা করেছি। এই গানের মাধ্যমে ইসলাম ও রমজানের বার্তা আরও সুন্দরভাবে ছড়িয়ে পড়বে বলে আশা করছি।  

গীতিকার ফয়সাল রাব্বিকীনও গানটি নিয়ে আশাবাদী। তিনি বলেন, সব মিলিয়ে এটি একটি চমৎকার আয়োজন হয়েছে। শ্রোতাদের ভালো লাগবে বলেই আমাদের বিশ্বাস।

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর