Logo

বিনোদন

মা হচ্ছেন অহনা!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৪:৩৪

মা হচ্ছেন অহনা!

মন্দারমণিতে স্বামীর সঙ্গে ছুটি কাটাচ্ছেন অহনা | ছবি : সংগৃহীত

নতুন বছরের শুরুতেই আনুষ্ঠানিক বিয়ে সেরেছিলেন ভারতীয় অভিনেত্রী অহনা দত্ত। বিয়ের দুই মাসের মাথায় এবার দিলেন সুখবর—মা হতে চলেছেন তিনি।

সম্প্রতি অহনা জানিয়েছেন, তিনি বর্তমানে সাড়ে চার মাসের অন্তঃসত্ত্বা। চলতি বছরের অগস্টে তাদের সংসারে নতুন সদস্য আসতে পারে। তবে কাজ থেকে বিরতি নেওয়ার কোনো পরিকল্পনা নেই তার।

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের শুটিং জোরকদমে চালিয়ে যাচ্ছেন তিনি। এক সাক্ষাৎকারে অহনা বলেন, ‘বাড়িতে কোনো কাজ করি না, কিন্তু অভিনয় থেকে এখনই বিরতি নিচ্ছি না।’

বর্তমানে স্বামী দীপঙ্কর দে’র সঙ্গে মন্দারমণিতে ছুটি কাটাতে গিয়েছেন অহনা। সেখানে সমুদ্রের তীরে দাঁড়িয়ে সুখবরটি ভাগ করেছেন তারা। পুত্র না কন্যা, এমন প্রশ্নে অহনা বলেন, ‘আমি শুধু একটি সুস্থ বাচ্চা চাই। সব কিছু ইতিবাচক হোক।’

অহনার প্রেমজীবন বেশ আলোচনায় ছিল। দীপঙ্করের সঙ্গে সম্পর্ক কখনো মেনে নেননি তার মা। এরপর তারা একত্রবাস শুরু করেন। প্রথমে আইনি বিয়ে সেরে পরে ২০২৫ সালের শুরুতে আনুষ্ঠানিক বিয়ে করেন তারা।

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর