
বর্তমানে টলিপাড়ায় দাপিয়ে কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। ‘ফাটাফাটি’,‘বহুরপী’সহ বিভিন্ন ছবির পাশাপাশি ওয়েব সিরিজেও তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।
তবে অভিনেত্রীর এই সাফল্যের পেছনে রয়েছে এক ভয়ঙ্কর মানসিক সমস্যা, যে কারণে একবার গাড়ি থেকেও ঝাঁপ দিতে গিয়েছিলেন তিনি। সম্প্রতি এই অভিজ্ঞতা নিজেই শেয়ার করেছেন ঋতাভরী।
স্ট্রেট আপ উইথ শ্রী পডকাস্টে কথা বলতে গিয়ে ঋতাভরী জানান, তার অল্প বয়সে এক মনরোগ বিশেষজ্ঞ তাকে পরীক্ষা করে বলেন, ‘আপনি রেকারিং ডিপ্রেশন’ নামে একটি মানসিক সমস্যায় ভুগছেন, যা জিনগত। এই সমস্যা সারাজীবন থাকবে, কখনও যাবে না।
ঋতাভরী আরও বলেন, ‘চিকিৎসক আমাকে সাদামাটা বাংলায় বুঝিয়েছিলেন, কীভাবে এই সমস্যা প্রভাবিত করে এবং কখন এর প্রভাব বাড়তে পারে। তিনি আমাকে যোগব্যায়াম ও শরীরচর্চা করার পরামর্শ দেন, কারণ এতে এই সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।’
তবে ঋতাভরী জানান, তিনি ওষুধের সাহায্য নিতে চাইতেন না। তিনি বলেন, ‘চিকিৎসক জানিয়েছিলেন, যদি আমি ওষুধ এড়িয়ে চলতে চাই, তাহলে আমাকে মনকে খুশি রাখতে হবে এবং ধ্যান ও শরীরচর্চা করতে হবে। প্রথম দিকে কিছু ওষুধ খেতে হয়েছিল, তবে পরে সেটাও বন্ধ হয়ে যায়।’
এ ছাড়া ঋতাভরী তার প্রথম মেগা সিরিয়াল ‘তারপর ওগো বধূ সুন্দরী’ সম্পর্কে বলেন, ‘এই কাজটি অনেকটা ওষুধের মতো ছিল, কারণ এটি আমাকে খুঁজে পেতে সাহায্য করেছে। অনেক কাজের সুযোগ দিয়েছে।’
এটিআর/