Logo

বিনোদন

অভিনেত্রী রুনা খানের বাবা আর নেই

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৪:১৩

অভিনেত্রী রুনা খানের বাবা আর নেই

দেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রুনা খানের বাবা ফরহাদ হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। রোববার (৯ মার্চ) দিবাগত রাতে বার্ধক্যজনিত রোগে তিনি মারা যান।

সোমবার (১০ মার্চ) সকালে রুনা খান তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি লেখেন, ‘আমার আব্বু চলে গেলেন..! তার আত্মার শান্তি কামনা করছি।’

রুনার বাবা ফরহাদ হোসেন সরকারি চাকুরীজীবী ছিলেন। তিনি টাঙ্গাইলের মির্জাপুরের মসদই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, তার দাফন মসদই গ্রামেই হতে পারে।

রুনা খানের বাবার মৃত্যুতে তার সহকর্মী ও ভক্তরা গভীর শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

  • এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর