Logo

বিনোদন

হঠাৎ কেন আমিরের বাড়িতে শাহরুখ-সালমান?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১০:৩৮

হঠাৎ কেন আমিরের বাড়িতে শাহরুখ-সালমান?

বলিউড তারকা আমির খানের ৬০তম জন্মদিনের আগে তার বাড়িতে হাজির দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান। 

এ তিন অভিনেতাকে নিয়ে এমনিতেই ভক্তদের উৎসাহের কোনো কমতি নেই। তবে নতুন কাজের খবর না থাকলেও তিনজনকে একসঙ্গে দেখা গেল জন্মদিন উপলক্ষে।

পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে সেই ভিডিও সামনে আসতেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

ভিডিওতে দেখা যায়, আমির খানের বাড়ির লিফট থেকে নামছেন দুই তারকা। এক ফ্রেমে সালমান খান ও আমির খান। এ সময় সালমানকে দেখা যায় সাদা শার্টে। আমিরের গায়ে গ্রে রঙের টি-শার্ট। বন্ধুকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন আমির।

এরপর দেখা যায় বলিউড সুপারস্টার শাহরুখ খানকে। যদিও নিজেকে এবারেও হুডি আর ছাতা দিয়ে আড়াল করে রেখেছিলেন কিং খান।

১৪ মার্চ ৬০ বছরে পা রাখবেন আমির খান। তার আগেই দুই বন্ধুকে নিয়ে বাড়িতে আড্ডার কারণ কী? আপাতত তাই নিয়েই আলোচনার ঝড় বলিপাড়ায়।

এর আগে তিনজনকে একসঙ্গে দেখা গিয়েছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং অনুষ্ঠান।

ডিআর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর