Logo

বিনোদন

বয়স বৃদ্ধির ছক ভাঙছেন দক্ষিণীরা, কার কত?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৪:২৫

বয়স বৃদ্ধির ছক ভাঙছেন দক্ষিণীরা, কার কত?

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রি এখন শুধুমাত্র ভারতের দর্শকদের মাঝেই নয়, বিশ্বব্যাপী সিনেমা প্রেমীদের কাছেও বেশ সমাদৃত। এখানকার অভিনেত্রীদের কাজের ধরন ও স্টাইল নিয়ে বহু আলোচনা হয়।

কিন্তু বয়স বাড়লে কি তাদের কাজের সুযোগ কমে? এই প্রশ্নটাই মাঝে মধ্যে দর্শকদের মনে উঁকি দেয়। এই পাড়ার কিছু অভিনেত্রী কিন্তু প্রমাণও করেছেন, তাদের অভিনয় দক্ষতার কাছে বয়স কিছুই না— কেবল একটিমাত্র সংখ্যা। বয়সের প্রশ্নের বিপরীতে তারা কেউ পেয়েছেন ‘জাতীয় ক্রাশ’-এর তকমা, কেউ আবার শরীরী লাস্যে মনমুগ্ধ করছেন দর্শকদের।চলুন জেনে নিই এই তালিকায় কারা কারা আছেন—

অনুষ্কা শেট্টি
‘বাহুবলী’ ছবির দেবসেনা চরিত্রের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করা অনুষ্কা শেট্টি ১৯৮১ সালের ৭ নভেম্বর জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স ৪৩। দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ অনুষ্কা এখনো বড় পর্দায় তার প্রভাব ধরে রেখেছেন। সৌন্দর্য এবং অভিনয় দক্ষতায় তিনি এখনো ভক্তদের হৃদয় জয় করছেন।

সামান্থা রুথ প্রভু
ভক্তদের ‘জাতীয় ক্রাশ’ বলে ডাক পাওয়া সামান্থা রুথ প্রভু ১৯৮৭ সালের ২৮ এপ্রিল জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি সাঁইত্রিশের কোঠায়। তার অভিনয় দক্ষতা এবং সিনেমার প্রতি অকুণ্ঠ ভালোবাসা তাকে আজও প্রাসঙ্গিক রাখছে। ‘পুষ্পা’র ‘উ আন্তাভা’ গানে অভিনেত্রীর নাচ তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে।

রাশ্মিকা মন্দানা
রাশ্মিকা মন্দানার হাসিতে ঘায়েল অনুরাগীরা। সমসাময়িক অভিনেত্রীদের তুলনায় বয়স কম হলেও বিনোদন দুনিয়ায় নিজের পাকাপাকি জায়গা করে ফেলেছেন অভিনেত্রী। ১৯৯৬ সালে ৫ নভেম্বরে জন্ম রাশ্মিকার। তার বর্তমান বয়স ২৮। এই মুহূর্তে ‘সিকন্দর’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত তিনি।

তামন্না ভাটিয়া
‘স্ত্রী ২’ ছবিতে তার উপস্থিতি স্বল্পমেয়াদি। কিন্তু ‘আজ কি রাত’ গানে তার লাস্যে মোহিত হয়েছেন অনুরাগীরা। সদ্য বিচ্ছেদ হয়েছে তামন্না ভাটিয়ার। তাই তার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা অনুরাগীমহলে। বর্তমানে তমন্নার বয়স ৩৫। ১৯৮৯ সালের ২১ ডিসেম্বরে জন্মেছিলেন তিনি।

কীর্তি সুরেশ
মহানতি’ ছবির জন্য প্রশংসা কুড়িয়েছেন কীর্তি সুরেশ। বলিউডেও সফর শুরু করেছেন তিনি। ১৯৯২ সালের ১৭ অক্টোবর জন্ম তার। এই মুহূর্তে অভিনেত্রীর বয়স ৩২।

তৃষা কৃষ্ণন
তামিল ও তেলুগু সিনেমার অগ্রগামী অভিনেত্রী তৃষা কৃষ্ণন ১৯৮৩ সালের ৪ মে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়ষ ৪১ বছর। অভিনয়ের প্রতি তার নিষ্ঠা ও দক্ষতা তাকে বয়সের তুলনায় এখনো সিনেমার শীর্ষস্থানীয় অভিনেত্রীদের কাতারে রেখেছে।

নয়নতারা
১৯৮৪ সালের ১৮ নভেম্বর জন্মগ্রহণ করা এই অভিনেত্রী দক্ষিণী সিনেমায় অন্যতম জনপ্রিয়। ৪০-এর কোঠায় পৌঁছেও নিজেকে ছাড়িয়ে যেতে ব্যস্ত তিনি।

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর