
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান তার তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুলেছেন। তার তৃতীয় বিয়ে নিয়ে বহুদিন ধরেই বলিউডে নানা গুঞ্জন চলছে। সম্প্রতি ৬০ বছর বয়সে নিজের জন্মদিনে নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন আমির।
আমিরের নতুন প্রেমের খবর প্রথমে আসে কিছুদিন আগে, যখন বেঙ্গালুরুর গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ পায়। জানা গেছে, প্রায় ১৮ মাস ধরে গৌরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আমির। এই সম্পর্ক আরও গভীর হয়েছে। তার তৃতীয় বিয়ে নিয়ে আলোচনা আরো জোরালো হয়, যখন তিনি গত বৃহস্পতিবার পাপারাজ্জিদের সামনে গৌরীকে পরিচয় করিয়ে দেন।
তৃতীয় বিয়ে নিয়ে আমির খান লাজুকভাবে বলেছেন, ‘আমি জানি না, ষাট বছর বয়সে আমার বিয়ের পিঁড়িতে বসা ঠিক হবে কিনা।’ এই বক্তব্যের মাধ্যমে তিনি কিছুটা দ্বিধায় ছিলেন। তবে তার এই মন্তব্যে বিয়ের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি।
মাস ছয়েক আগে সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তীর পডকাস্টে আমির খান তার বিয়ের বিষয়ে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমার এখন ষাট ছুঁইছুঁই। আর কী বিয়ে করব? বড় কঠিন বিষয়। এখন আমি নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি। আমার সন্তানদের সঙ্গে ভালোবাসায় সময় কাটাতে পছন্দ করি।’
আমির আরও বলেন, ‘আমার দুটো বিয়েই অসফল। তাই আমার কাছে বিয়ের উপদেশ নেওয়া ঠিক নয়। আসলে আমি একা থাকতে ভালোবাসি না। আমার সঙ্গীর প্রয়োজন হয়। সম্পর্কে থাকতে ভালোবাসি।’ তিনি তার দুই প্রাক্তন স্ত্রী, রিনা ও কিরণের সঙ্গে এখনো ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন এবং একে অপরের পরিবারের সদস্য হিসেবেই তাদের সম্পর্ক দেখেন।
এছাড়া আমির জানিয়েছেন, জীবনের অনিশ্চয়তা তাকে বিয়ে ও সম্পর্কের বিষয়ে কিছুটা সতর্ক করে রেখেছে। তিনি মনে করেন, বিয়ের টিকি থাকা নির্ভর করে উভয়ের ব্যক্তিগত সম্পর্কের ওপর।
এমজে